গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের হারুন চেয়ারম্যান ঘাটা থেকে ২২০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার(২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে স্থানীয় রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় ঢাকা মেট্রো-ন-৬৬৮৮ ও ঢাকা-ঘ ৭৯০৪ নম্বরের ২টি জিপ সহ জ্বালানি কাঠগুলো জব্দ করা হয়। কাঠগুলোর আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা। আজ বুধবার (২৬ জানুয়ারি) সকালে জিপ ২টিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বন বিভাগ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে ইউএনও মো. শাহিদুল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ২টি জিপ সহ কাঠগুলো আটক করি। মূলত কাঠগুলো জ্বালানি কাজে ব্যবহারে উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। আজ বুধবার(২৬ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৭ ধারায় জিপ মালিকদের ১০ হাজার টাকা করে ২০ হাজার জরিমানা করা হয়। পরে স্থানীয় বনবিভাগকে কাঠগুলো হস্তান্তর করা হয়।” এ বিষয়ে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, “উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ২২০ ঘনফুট জ্বালানি কাঠসহ ঢাকা মেট্রো-ন-৬৬৮৮ ও ঢাকা-ঘ ৭৯০৪ নম্বরের ২টি জিপ সহ আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাপূর্বক জিপ দু’টিকে ছেড়ে দেয়া হয়। কাঠগুলো স্টেশনে হেফাজতে রয়েছে। বন আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।”
খুলনা বিভাগের সাংবাদিক, মুক্ত হাতে যারা লিখতে ভালোবাসেন তাদের জন্য সুখবর। বাংলাদেশের বহুল প্রচারিত, মিডিয়া অন্তুর্ভুক্ত জাতীয় দৈনিক সরেজমিনবার্তা পত্রিকায় খুলনা বিভাগীয় প্রধান , জেলা প্রতিনিধি , বিজ্ঞাপন প্রতিনিধি পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহীগণ ০১৭১৫ ৯৫ ৯৩ ৪৪ এই নম্বর এ যোগাযোগ করুন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital