গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল - স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নিদের্শনা অনুসারে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। পুনর্বাসন কেন্দ্রের উপ- তত্বাবধায়ক জেসমিন আকতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী মনু, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি, হাটহাজারী পৌরসভা যুবলীগ নেতা আইয়ুব খান লিটন, নূরুল আবসার তারেক, ওমর ফারুক জীবন। অনুষ্ঠানে রমজানের ফজিলত ও ধর্মীয় রীতি নীতি সম্পর্কে আলোচনা এবং ইফতার পূর্ব দেশ , জাতি ও শিশুদের কল্যান কামনা করে দোয়া ও কেন্দ্রে বসবাসকারী শিশুদের উপহার সামগ্রী বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital