গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
ভ্রাম্যমাণ প্রতিনিধি হাওলাদার আমিরঃ যশোরে সাংবাদিক শিকদার খালিদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজ-এর বার্তা সম্পাদক শিকদার খালিদ। শুক্রবার রাতে যশোর শহরতলির বিরামপুর কালীতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। শিকদার খালিদ সরেজমিন কে জানান, বিরামপুর কালীতলা এলাকার লিটন ওরফে হাঁস লিটন বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। তাদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে হাঁস লিটন জরুরি কথা আছে বলে তাকে তার বাড়িতে যাওয়ার জন্য ফোন করে। সাংবাদিক শিকদার খালিদ সেখানে গেলে তাকে বাড়ির ছাদে নিয়ে যান হাঁস লিটন ও তার সহযোগী তৌহিদ হঠাৎ তার উপর আক্রমণ শুরু করে। হাঁস লিটন ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে আর তৌহিদ লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তিনি জানান এ সময় হাঁস লিটনের স্ত্রী জাহানারা ও তৌহিদ, শিকদার খালিদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। খালিদ বলেন, তার ওপর হামলার ঘটনায় তিনজনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় হাঁস লিটন, তার স্ত্রী জাহানারা ও সহযোগী তৌহিদকে অভিযুক্ত করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য হাঁস লিটনের ছেলে, মেয়ে, জামাই, ভাইসহ পাঁচজনকে থানায় আনা হয়। কিন্তু এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। হামলায় জড়িত মূল অভিযুক্তদের আটকের চেষ্টা করা চলমান । এদিকে সাংবাদিক খালিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান। এক বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে সাংবাদিক খালিদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital