গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
সাইদুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া(কসবা)প্রতিনিধি
"বাংলা স্যার" ব্যাক্যটি শোনেই সবাই বুঝে যাবে যে একজন শিক্ষককে বোঝানো হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর এলাকাধীন স্বনামধন্য বিদ্যাপীঠ আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার বাংলা বিভাগের শিক্ষক মোঃ শাহজাহান, যিনি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছেন। যা শোনামাত্রই আনন্দে ভাসছেন তাঁর স্বজন,সহকর্মী ও শিক্ষার্থীরা। তারই প্রাক্তন ছাত্র সাইদুল ইসলাম কর্তৃক তাঁর শিক্ষকতা ও সফলতার জন্যে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় তাঁর সহকর্মী ও প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁর প্রাক্তন ছাত্র সাইদুল দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক আলোকিত সকাল নামক পত্রিকায় গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করছে।
অধ্যাপক শাহজাহান কুমিল্লা জেলার চান্দিনা থানার জয়দেবপুর গ্রামে ১৯৭৫ সালের ১৫ নভেম্বর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ জুলফু মিয়া। অধ্যাপক শাহজাহান তাঁরশিক্ষাজীবন শুরু করেন মাধাইয়া বাজার ছাদিম উচ্চ-বিদ্যালয় থেকে,সেখান থেকে মাধ্যমিক পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হয়ে উচ্চ-মাধ্যমিকে ভর্তি হোন কুমিল্লা সরকারি কলেজে, তারপর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বাংলা বিভাগে সাফল্যের সাথে বি.এ ও এম এ পাশ করেন অধ্যাপক শাহজাহান। অধ্যাপক শাহজাহান ১৯৯৯ সালে মাধাইয়া মুক্তিযুদ্ধ সৃতি কলেজে বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে শুরু হয় তাঁর শিক্ষকতা জীবন। পরবর্তীতে আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসায় বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করে সাফল্যের সাথে হাজারো শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেন শিক্ষার আলো। প্রায় ২৪ বছরের শিক্ষকতা জীবনে তিনি কুড়িয়েছেন হাজারো শিক্ষার্থীর ভালোবাসা ও নানান সম্মাননা। এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক শাহজাহান বলেন " আল্লাহর রহমতে ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছি। আমি চাই আমার প্রিয় প্রতিষ্ঠান আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসাকে আরো উচ্চ স্তরে নিয়ে যেতে ও আমি আশাকরি আমার শিক্ষার্থীরা একদিন আমার ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, এ জন্যই আমি দায়িত্ব ও নিষ্ঠার সাথে শিক্ষকতা করে যাচ্ছি, আর আমার ছাত্র সাইদুল যে সম্মাননা দিয়েছে এতে আমি অনেক খুশি, আমি তাহার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি "।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital