গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
মো. দুলাল হোসেন(বাউফল):
পটুয়াখালীর বাউফলে ফিল্মি স্টাইলে একই পরিবারের ৬ নারীসহ ৭জনকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ মে) দিবাগত রাতে বাউফল উপজেলার বগা ইউনিয়নের বালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের চাঁন মিয়া মাস্টারের বাড়িতে ঘটনার দিন দিবাগত রাত ১০টার দিকে দুর্বৃত্তরা চেতনানাশক ঔষধ স্প্রে করে । এতে পরিবারের সকলে অজ্ঞান হয়ে পরে। এরপর দুর্বৃত্তরা ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
পরে অচেতন অবস্থায় চাঁন মিয়া (৬৮) , ফরিদা খাতুন (৬১), মাজেদা খাতুন (৮৯), কহিনুর বেগম(৫৬), লিপি (২৮) হাসিনা বেগম (৭০) ও ফারজানা বেগমকে (৪০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইদানিং বাউফলে চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়া ঘটনা বৃদ্ধি পেলেও পুলিশী কোন তৎপরাতা চোখে পরছেনা আসলেই কি এটি আইন শৃংখলা অবনতির বহিঃপ্রকাশ এমনটাই প্রশ্ন সাধারণ মানুষের ।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital