গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরীর উত্তরা ও গাজীপুর জেলার টঙ্গী এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল এবং মোঃ হাসানুজ্জামান। গাজীপুরের টঙ্গী বাজার এলাকা অভিযান পরিচালনাকালে কাপুড়ে ব্যবহৃত রং ফুড গ্রেড বলে চকলেট, আইসক্রিম, কেক, চানাচুরসহ অন্যান্য খাদ্য সামগ্রী তৈরিতে ব্যবহারের উদ্দেশ্য বিক্রি করার অপরাধে মা জেনারেল স্টোরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ৯ কেজি কাপুড়ে ব্যবহৃত রং জব্দ করা হয়। একই এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রিমন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা মহানগরীর উত্তরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার অপরাধে ফাল্গুনী রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা এবং একই এলাকার আয়েশা ফার্মাকে বিদেশি ঔষধ অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শাহাদাত হোসেন মানিক উত্তরা,ঢাকা রিপোর্টার। ০১৬১৩০৯৪৪৯৬
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital