গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ চার সাংবাদিককে ত্রওয়ার্ড প্রদান
দেলোয়ার হোসেন
গত( ২৩ মে ২০২২ )ইং আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে র্যাব এওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হক, এমপি, মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী জনাব শাহাবুদ্দিন, এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব, সম্মানিত আইজিপি ও আমন্ত্রিত দেশি-বিদেশি অতিথিবৃন্দ। এছাড়াও, উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেস এর মহাপরিচালক ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ। উক্ত অনুষ্ঠানে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য র্যাব সদস্য, দলগত ও ব্যাটালিয়ন পর্যায়ে ১০টি ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও, সাংবাদিকদের অপরাধ বিষয়ক ০৪টি ক্যাটাগরিতে অবদান রাখার জন্য এওয়ার্ড প্রদান করা হয়।
র্যাব এওয়ার্ড-২০২১ এর আওতায় ০৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যাটালিয়নকে এওয়ার্ড প্রদান করা হয় যথাক্রমে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে র্যাব-৫, জঙ্গি বিরোধী অভিযানে র্যাব-৪ এবং মাদক বিরোধী অভিযানে র্যাব-৭। ব্যক্তিগত পর্যায়ে ০৩টি ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হয় যথাক্রমে আভিযানিক কার্যক্রমে শ্রেষ্ঠ অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস (র্যাব-৩), শ্রেষ্ঠ গোয়েন্দা অফিসার হিসেবে মেজর আ ন ম শাকিল নেওয়াজ (সদর দপ্তর, ইন্ট উইং) এবং শ্রেষ্ঠ র্যাব সদস্য হিসেবে ল্যান্স কর্পোরাল শাফিউর রহমান (র্যাব-১৫)। দলগত পর্যায়ে ০৩টি ক্যাটাগরিতে এওয়ার্ড প্রাদান করা হয় যথাক্রমে উল্লেখযোগ্য অভিযানের জন্য র্যাব-৫, ক্লু-লেস অপরাধের রহস্য উদঘাটনের জন্য র্যাব-৪ এবং মানবিক কার্যক্রমের জন্য র্যাব-৬। এছাড়াও, বিভিন্ন অপরাধ বিষয়ক রিপোর্ট প্রদানের জন্য ০৪টি ক্যাটাগরিতে সাংবাদিকদের যথাক্রমে অপরাধ বিষয়ক শ্রেষ্ঠ টেলিভিশন রিপোর্টার হিসেবে জনাবা মাসুদা লাবনী (নিউজ ২৪), অপরাধ বিষয়ক শ্রেষ্ঠ প্রিন্ট রিপোর্টার জনাব ইমরান রহমান (ভোরের কাগজ), অপরাধ বিষয়ক শ্রেষ্ঠ অনলাইন রিপোর্টার জনাব আমানুর রহমান রনি (বাংলা ট্রিবিউন) এবং অপরাধ বিষয়ক শ্রেষ্ঠ অনুসন্ধানী টেলিভিশন প্রোগ্রাম রিপোর্টার আব্দুল্লাহ আল রাফি (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন)কে এওয়ার্ড প্রদান করা হয়। সর্বশেষে, ২০২১ সালে সার্বিক আভিযানিক সাফল্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে র্যাব-৫, র্যাব-৪ এবং র্যাব-৭ কে শ্রেষ্ঠ ব্যাটলিয়ন হিসেবে এওয়ার্ড প্রদান করা হয়।
আভিযানিক কার্যক্রমের পাশাপাশি র্যাবের মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital