গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
ফেনী প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঁঞা থানাধীন দক্ষিণ নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়া স্কুল ছাত্রীর ক্লু লেস হত্যাকান্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ও মামলা রুজুর ০৬ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন , আসামী গ্রেফতার ও আদালতে স্বীকারোজী মূলক জবানবন্দি প্রদান করেছে মর্মে প্রেস ব্রিফিং এ জানান অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা। প্রেস ব্রিফিং এ তিনি বলেন, গত ২৫ জুন ২০২২ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময়ে দক্ষিণ নওয়াজপুর গ্রামের ইউসুফ আলী ভূঁঞা বাড়ীর পিছনের এজমালী পুকুরের দক্ষিণ পশ্চিম পাড়ে কড়ই গাছের গোড়ায় ০৭ বছর বয়সের ০১ জন স্কুল ছাত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে মর্মে সংবাদ পাওয়া যায় । সংবাদ প্রাপ্তীর সাথে সাথে দাগনভূঁইয়া থানার অফিসার ইনচার্জ হত্যাকান্ড সম্পর্কে ফেনী জেলার পুলিশ সুপার মহোদয়কে অবহিত করলে ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের বিশেষ দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার ( সোনাগাজী সার্কেল ) মোঃ মাশকুর রহমান পিপিএম এর নেতৃত্বে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান ইমামসহ একটি চৌকস টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যান । ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল এলাকা পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল প্রস্তুত করিয়া লাশ মর্গে প্রেরণ করেন । পুরো ঘটনাস্থল এলাকাটি পর্যবেক্ষন করেন এবং সুকৌশল ও আধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করিয়া অত্যন্ত বিচক্ষনতার সাথে হত্যাকান্ড সংঘটিত হওয়ার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে ও মামলা রুজুর ০৬ ঘণ্টার মধ্যে ঘাতক খুনি আনোয়ার হোসেন স্বপন ( ৩৮ ) , পিতা - মৃত কবির আহাম্মদ , মাতা ছেমনা বেগম , গ্রাম- নেয়াজপুর ( মাইজদী ভূঞা বাড়ী , ২ নং ওয়ার্ড , ৮ নং জায়লস্কর ইউনিয়ন ) , থানা - দান জেলা -ফেনীকে শনাক্ত পূর্বক গ্রেফতার করিতে সক্ষম হন । আসামীকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে আসামী খুনের দায় স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে সম্পূর্ণ ঘটনা বর্ণনা পূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে । উল্লেখ্য যে , ঘটনার তারিখ ২৫ জুন ২০২২ খ্রিঃ তারিখ সকাল বেলায় দক্ষিণ নেয়াজপুর গ্রামের মোঃ ওসমান গণি এর ০৭ বছরের ফুটফুটে কণ্যা শিশু মিফতাউল মালিয়াত আফরা তার মায়ের সাথে দক্ষিণ নেয়াজপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে আসে । প্রথম শ্রেণীতে অধ্যয়নরত মিফতাউল মালিয়াত আফরা এর ক্লাস চলাকলীন সকাল অনুমান ১০.৫০ ঘটিকার সময়ে ভিকটিম প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে শ্রেণীকক্ষ থেকে বাহির হলে সেখানে পথে অবস্থানকারী বিকৃত রুচির অধিকারী ঘাতক আনোয়ার হোসেন স্বপন ভিকটিম দেখিতে পাইয়া ভিকটিমে মুখ চাপিয়া ধরিয়া কোলে করে ঘটনাস্থল কড়ই গাছের নীচে নিয়ে যায় । ঘাতক আনোয়ার হোসেন স্বপন ভিকটিমে টয়লেটের দেওয়ালের সাথে ধাক্কা মারিয়া ভিকটিমের মুখমন্ডলে , চোখের পাতায় গুরুতর রক্তাক্ত জখম করে এবং তার সাথে পাশবিক নির্যাতন করে । ভিকটিম চিৎকার করে এবং মাকে বলে দিবে বলে জানায় । একপর্যায়ে আসামী আনোয়ার হোসেন স্বপন ভিকটিমকে জখম করিয়া তাহার গলা চেপে ধরে নির্মমভাবে হত্যা করে । ঘাতক আনোয়ার হোসেন ডিকটিমের মৃত্যু নিশ্চিত করার জন্য গাছের মোটা লতা ভিকটিমের গলায় শক্ত করে পেঁচায় গলা হতে নির্মমভাবে একটি লতা টানা দিয়া ভিকটিমের হাঁটুতে বেঁধে রাখে লাশটি গাছের সাথে হেলান দিয়ে পালিয়ে যায় । এদিকে আফরার ময়নাতদন্ত শেষে রোববার (২৬ জুন) দুপুরে নিহত আফরার মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরে শিশুটির নিজ গ্রাম নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন স্থানীয় দাগনভূঁঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন,জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন ও শিশুটি হতভাগা পিতা ওসমান গনি। এসময় জানাযায় উপস্থিত মুসল্লীরা আপরা হত্যাকারীর ফাঁসির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital