গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিবন্ধন নাম্বার ৬৮
এ.বি.এম.হাবিব-
নওগাঁর মহাদেবপুর উত্তরগ্রাম মোল্যাকুড়ি মোড়ের দক্ষিন পার্শে এক গৃহবধুকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া চেষ্টা করে শশুড়,শাশুড়ী,তাদেরকে মহাদেবপুর থানা পুলিশ আটক করেছে স্বামী হান্নান ওরফে বাবু পলাতক রয়েছে।
ঘটনার দিন ২৪/০৬/২২ইং রোজ শুক্রবার
স্থানীয়রা জানায়, হান্নান ওরফে বাবু পেশায় একজন ড্রাইভার। ইতিপুর্বেও সে পার্শবর্তী গ্রামের এক মেয়েকে বিয়ে করেছিলো। কিন্তু স্বামী,শশুড়,শাশুড়ি,নোনদের নির্যাতন সহ্য করতে না পেরে আগেই ডিভোর্স দিয়ে চলে যায়। এরপর গত প্রায় ১বছর পুর্বে উপজেলার খোর্দ্দনারায়ণপুর গ্রামের আবুল কালাম আজাদের কন্যা সুরাইয়ার সাথে বাবুর বিয়ে হয়। বিয়ের ৩/৪ মাস পর থেকেই স্বামী,শশুড়,শাশুড়ী, নোনদ সবাই বউটাকে মারধর করতো। এ বিষয় গুলো নিয়ে শালিশও হয়েছে অনেকবার।
পার্শবর্তী নাম না প্রকাশ করার সর্তে একাধিক ব্যাক্তি জানায়,ঘটনার দিন রাতে খুব হইহুল্লার হয় তাদের বাড়ীর মধ্য এক সময় থেমেও যায়। আর কোন সারাশব্দ পাওয়া যায় না। সকালে হান্নান খুব তারাহুরো করে বাড়ী থেকে চলে যায়। এরপর ১০টার সময় সবাইকে তারা জানাচ্ছে যে তাদের ছেলের বউ আত্মহত্যা করেছে।
অন্যদিকে নিহত সুরাইয়ার পরিবার থেকে জানায়,তাদের মেয়েকে বাড়ীর সবাই মিলে বহুবার মারধর করতো। তারা তাদের সংসার টিকানো জন্য জামাই এর সকল চাহিদা পুরণ করে থাকে। কিন্ত তারা পরিকল্পিতভাবে তাদের মেয়েকে হত্যা করে এগুলো নাটক সাঁজিয়েছে। জামাই সহ সকলে মিলে হত্যা করে চলে যায়। তারা নাটক সাঁজিয়ে সকাল ১০টায় শাশুড়ীকে ফোনে জানায়, তার মেয়ে আত্মহত্যা করেছে। নিহতের মা সেখা উপস্থিত হলে, নিহতের শাশুড়ী, নোনদ আবারও নিহতের মাকে মেরে অজ্ঞান করে দেয়।
সরেজমিনে দেখা যায়, যে চৌকির উপরে তীরে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানাচ্ছে,সেই চৌকির উপর দাঁড়ালে কাঁদ ঠেকিয়ে যায়। সেখানে কোনক্রমেই আত্মহত্যা করা সম্ভব নয়।
নিহতের বাবা, মা সহ স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে,পরিকল্পিত ভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তার মেয়েকে। আর আত্নহত্যার অপপ্রচার চালানোর চেষ্টা করছে তারা।
গ্রামবাসী ও নিহতের পরিবার এমন ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানান। মহাদেবপুর থানার ও,সি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি হত্যা না আত্নহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এ বিষয়ে একটি মামলা হয়েছে দু,জন আসামীকে চালান দেওয়া হয়েছে। আসামী স্বামী হান্নান ওরফে বাবু পলাতক রয়েছে,তাকেও গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যবস্থাপনা সম্পাদক
আল মামুন
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital