
কাজী নজরুল ইসলাম:
দিন হতে দিন বাড়ছে খাদ্য, বস্ত্র, ওষুধ, বই, কাগজ, কলম সহ সব রকম পণ্যের দাম। একই সাথে গাড়ি ভাড়া বেড়েছে তাতে স্বস্তি.পাচেছ না চালক-হেল্পার। বেড়েছে অনেক চাকুরিজীবীর বেতন এবং ব্যবসায়ীর মুনাফা ইত্যাদি। কিন্তু সিংহভাগ ঈমাম ও মুয়াজ্জিনের বেতন বাড়েনি ! তাদেরও পরিবার আছে। আছে পরিবারের সদস্যদের চাহিদা। সে কথা ভাবতে নারাজ আমাদের সমাজবাসীরা।
ঈমাম ও মুয়াজ্জিনেরা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। তারা মসজিদে খেদমত করেন পাঁচ ওয়াক্ত পড়ান। নেই তেমন একটা ছুটির ব্যবস্থা। আবার বেতনও স্বল্প। একটি মুসলিম দেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত দুঃখজনক।
আমাদের দেশে সাধারণত মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠেছে। সমাজবাসীদেরকে এ বিষয়ে আন্তরিক হতে হবে। সমাজবাসীদের আন্তরিকতা ও উদারতার মাধ্যমে ঈমাম এবং মুয়াজ্জিনেরা সন্তোষজনক বেতন পাবে বলে মনে করি। এবং এটি সমাজবাসীদের নৈতিক দায়িত্ব।