
মো. দুলাল হোসেন(বাউফল): পটুয়াখালীর বাউফলের ছেলে মো: আবরার খাঁন২০২২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দুমকি সৃজনী বিদ্যানিকেতন থেকে সাধারণ বৃত্তি পেয়েছে। শুরুতে মেধাবী
ছাত্র মো: আবরার খাঁন দুমকিতে অবস্থিত লুথেরান হেলথ কেয়ার স্কুল থেকে প্লে গ্রুপে শিক্ষাজীবন আরম্ভ করে। পরবর্তীতে সৃজনী বিদ্যানিকেতনে শিশু শ্রেনী থেকে পরবর্তী শিক্ষা জীবন শুরু করে তিনি। জানা গেছে, মোঃ আবরার খাঁন বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের ০২ নং ওয়ার্ডের কৃষিবিদ মো.বিল্লাল হোসেন ও মোসাং চাম্পা বেগমের কোল উজালা করে ২০১২ সালের ২৯ মার্চ জন্মগ্রহণ করে। মো: আবরার ০২ ভাই এবং ১ বোনের মধ্যে বড়। সে বর্তমানে মদীনা সড়ক, দুমকিতে তার পরিবারের সাথে বসবাস করছে। তার পিতা কৃষিবিদ মো: বিল্লাল হোসাইন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন এবং তিনিও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সনে কৃষি বিজ্ঞানে বিএসসি(প্রথম শ্রেনী) এবং ২০১৬ সনে প্লান্ট প্যাথলজিতে এম এস (প্রথম শ্রেনী) ডিগ্রি সম্পন্ন করেন। তার মা একজন গৃহিনী।
একান্ত সাক্ষাৎ কালে আবরার “দৈনিক সরেজমিন বার্তা” কে জানায়, আমার প্রিয় ব্যক্তিত্ব মহানবী হজরত মুহাম্মদ(স:)
জীবনের স্বপ্ন: ডাক্তার হওয়া
প্রিয় খেলা: ফুটবল
প্রিয় শখ: মাছ ধরা
প্রিয় দল: আর্জেন্টিনা
প্রিয় খেলোয়ার: লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ।
এই সাফল্য তার প্রয়াত দাদা আব্দুর রহিমক খাঁন কে উৎসর্গ করেছেন। তিনি তার এ সাফল্যের জন্য তার বাবা-মা, শিক্ষকবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেছে। মো: আবরার খাঁন ভবিষ্যতে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। জীবনে যেন একজন ভালো মানুষ হতে পারেন সেজন্য সকলের কাছে সে দোয়া চেয়েছে।