
রাজধানীর কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষন’ লিফলেট বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার ইস্পাহানী উচ্চ বিদ্যালয় ও সরকারি ইস্পাহানী কলেজে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিমের উপস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। সরকারি ইস্পাহানী কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক রিয়াজুর ইসলাম সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ৫০হাজার লিফলেট বিতরণ করা হয়।
ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, জাতির পিতার ভাবনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে। ওই ভাষণে শিক্ষার্থীদের দেশপ্রেম, মা-বাবার প্রতি কর্তব্য এবং ছাত্রজীবনই যে ব্যক্তির পরবর্তী জীবনের প্রস্তুতিপর্ব সেই বিষয়টি বঙ্গবন্ধু তুলে ধরেছেন।
বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদ্ধুদ্ধ করে, প্রেরণা জোগায়। বঙ্গবন্ধুর ভাষণ আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে শেখায়। তিনি বলেন, এই ভাষণ শুধু বাঙালির স্বাধীনতার বড় শক্তি নয়- অন্য স্বাধীনতাকামীর জন্য একটি বড় অনুপ্রেরণা।