
মোঃ জুনায়েদ হাসান, চট্টগ্রাম–
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে শহীদ মিনারে ছিলো মানুষের উপচে পড়া ঢল। দিবসটিতে রাত ১২টা ১ মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোর থেকেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ ফুল হাতে নগরের মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠের শহীদ মিনারে ভিড় করেন। এরপর নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। বেলা ১১টায় শহীদ মিনারে শ্রদ্ধা জানান নগর বিএনপি। সকাল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, বোধন আবৃত্তি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, উপলব্ধি, আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদবেদিতে শ্রদ্ধা জানানো হয়। এসময় বিদেশি নাগরিকদেরও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেখা যায়। এদিকে এই দিবসকে ঘীরে বোর্ড টাংগিয়ে মাতৃভাষায় মনের ভাব প্রকাশের আয়োজন করেছে দূর্বীন ফাউন্ডেশন। পাশাপাশি মহানগর আওয়ামী লীগের আয়োজনে ছিলো উম্মুক্ত আলোক চিত্র প্রদর্শনী।
শহীদ মিনারে ফুল দিয়ে আরও শ্রদ্ধা জানান চট্টগ্রাম রেঞ্জের পুলিশ , চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লীন বাংলাদেশের ১ শ জনের একটি টিম পুরো শহীদ মিনার প্রাংগণ পরিচ্ছন্ন কাজে অংশ নেন।