
মোঃ ইমরুল হাসান চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি–
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির নবগঠিত আংশিক কমিটি থেকে ৭ নেতা পদত্যাগ করেছেন। ত্যাগী নেতা ও দলীয় প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিদের অবমুল্যায়ন করা সহ নানা অভিযোগে শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদকের নিকট এ পত্র জমা দিয়েছেন।
রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভির মাহমুদ পলাশ এ তথ্য নিশ্চিত করে জানান, পদত্যাগ পত্র গ্রহন করা হয়েছে। দলীয় নীতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে। ২৪ জানুয়ারি চৌহালী উপজেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদন জেলা বিএনপি।
পদত্যাগী নেতারা হলেন- চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান কমিটির ১ নং সদস্য ইউনুস আলী সিকদার, ২নং সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, সহসভাপতি- মোজাহার মাওলানা, বকুল সিকদার, যুগ্মসাধারন সম্পাদক আলমগীর হোসেন টাইগার সদস্য অধ্যক্ষ আহসান হাবিব দুলাল, সদস্য আব্দুল আলিম।
পদত্যাগী নেতারা লিখিত অভিযোগে উল্লেখ করেন- আওয়ামীলীগের শাসনামলে পরপর দুইজন উপজেলা চেয়ারম্যান, কয়েকজন ইউপি চেয়ারম্যান সহ তৃণমুলের ত্যাগী বিএনপি নেতাদের এ কমিটিতে স্থান দেয়া হয়নি। এ কমিটি কোন ভাবেই যোগ্যাত নির্ভর হয়নি। বিগত নির্বাচনে যারা নৌকা প্রতীকের নির্বাচন করেছে এবং আওয়ামীলীগ নেতাদের সংবর্ধনা দিয়েছে এমন ব্যক্তিদের পদ দেয়া হয়েছে। তাই বিতর্কিতদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন সহ যোগ্যদের মুল্যায়নের মাধ্যমে নতুন কমিটির বিষয়ে আবেদন জানানো হয়েছে।
এবিষয়ে বক্তব্য নিতে চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায় নি। তবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, উল্লেখিত অভিযোগের বিষয়ে দলীয় ভাবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। দ্রæতই এ বিষয়ে জেলা বিএনপি বসে একটি সুষ্ঠ সমাধানে আসবে।