
খাগড়াছড়িতে তপবন আশ্রমে খাগড়াছড়ি জেলা শাখার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫ ফেব্রƒয়ারী শনিবার ভ’বন মঙ্গল শ্রী শ্রী গীত হোমযজ্ঞ অনুষ্ঠিত হবে।
প্রকৃতি থেকে আট ধরণের উপাচার দিয়ে যজ্ঞ হোমাগ্নির আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য মানুষের ষড় রিপুর আহুতি দান। গীতাযজ্ঞ অনুষ্ঠানের শুরুতে চন্ডীপাঠ করবেন কেন্দ্রীয় তপবন আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী । খাগড়াছড়ি সহ সারা বাংলাদেশের ভক্ত বৃন্দকে ধর্মসভায় আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।