
মোঃইব্রাহিম,ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের অন্তর্গত দেপাশাই গ্রামের নয়াপাড়া-পশ্চিমপাড়া সংযোগ সেতুটি উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৬ই মার্চ) বিকালে বৃহত্তম ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পঃ৩ (GDP-3) আওতায় ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন দেপাশাই শান্তির দোকান-নয়াপাড়া খলিফাবাড়ী সড়কে ১১৫০ মিটার চেইনেজে বংশী নদীর উপর ৭৫.০০ মিটার পিসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহাম্মদ এমপি।
এ সময় আরোও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব খালেদ মাসুদ খান লাল্টু,ধামরাই উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা,ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ জনাব এম.এ জলিল, সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন,সোমভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক হাজ্বী আব্দুর রফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার বিএসসি, গণবিশ্বববিদ্যালয়ের সাবেক ভিপি শামীম হোসেন,সোমভাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃশহিদুল্লাহ ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান সহ আরোও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।এই বংশী নদীর কারণে দেপাশাই গ্রাম দুইটি অংশে বিভক্ত ছিল। সংযোগ সেতুটি হওয়ার কারণে গ্রামের যোগাযোগ ব্যবস্থা আরোও উন্নত হলো।গ্রামের মানুষ সেতুটি হওয়াতে আনন্দ প্রকাশ করেছেন।