
মোঃইব্রাহিম,ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ বাস স্ট্যান্ডে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
বৃহস্পতিবার (১৬ই মার্চ) সন্ধ্যার পর ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ বাস স্ট্যান্ডে ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায় যে, সাভার ইপিজেড থেকে আগত একটি স্টাফ বাসের সামনের চাকা বিস্ফোরন হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের লেনে ডুকে পরে এবং মানিকগঞ্জ থেকে আগত ভাই-বোন এন্টারপ্রাইজ নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তেমন হতাহতের ঘটনা ঘটেনি।
দূর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের মাঝখানের দুই লেন সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে।