
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সোমবার (৩০জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ১১টায় বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্ল্যাহ পৌর মেয়র, ৪ সংরক্ষিত কাউন্সিলর ও ১২ জন সাধারণ কাউন্সিলরগণকে শপথ বাক্য পাঠ করান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মিয়াজি, নাজমা বেগম, মোছাঃ আজমা খাতুন, মোছাঃ শাহিদা, নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি -২ এর সভাপতি মোঃ জামিল হোসেন প্রমুখ।
শপথ গ্রহণে অংশ নেন পূণরায় নির্বাচিত পৌর মেয়র কেএম জাকির হোসেন, সংরক্ষিত কাউন্সিলর শরীফুন্নেছা শিরিণ, রাজিয়া বেগম, সোনাভান বেগম, মোঃ আশরাফুল আলম, আগষ্টিন কস্তা, মোঃ ঈমান আলী, মোঃ আসলাম হোসেইন, গিয়াস উদ্দিন মনির, মোস্তাফিজুর রহমান মাসুদ, মোঃ শহীদুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, মুহিত কুমার সরকার, মোঃ জামাল প্রামাণিক, মোঃ আলম হোসেন ও মোঃ দুলাল হোসেন ।
গত ২৯ ডিসেম্বর বনপাড়া পৌরসভা নির্বাচনে তারা বিজয়ী হন।