
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৭২ নং ছোট ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র’র ফাটল মেরামত করা হয়েছে। সম্প্রতি বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে। আগামী কয়েকদিনের মধ্যেই নবনির্মিত ভবন হস্তান্তরের কথা রয়েছে। হস্তান্তরের আগেই ভবনের নীচতলার মেঝে ও পেছনের সিঁড়ির বীমে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও ভবনটিতে নিম্মমানের ষ্টিলের আলমীরা সরবরাহ করা হয়েছে। এসব বিষয় নিয়ে সোমবার একাধিক পত্রিকায় খবর প্রকাশ হয়। সোমবারই ঠিকাদারের কর্মচারীরা মেঝের ফাটল সিমেন্ট দিয়ে ঢেকে দেন। এসময় ঠিকাদারের প্রতিনিধি সুধীর চন্দ্র সাংবাদিকদের বলেন, কিউরিং না করায় মেঝেতে হেয়ার ক্রাক হয়েছে। এটা আমরা ঠিক করে দিচ্ছি। আর নিম্মমানের আলমীরা সরবরাহ প্রসঙ্গে তিনি কোনো কথা বলেননি।