
*ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল* এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে,মাঝিকাড়া মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার স্মরনে ৬ মার্চ রোজ সোমবার বিকাল ৪টায় নবীনগর হাই স্কুল মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন আপেল মাহমুদ আহ্বায়ক, নবীনগর উপজেলা ছাত্রদল ।
নবীনগর উপজেলা কৃষকদল আহবায়ক,হাজী জহিরুল হক জুরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাঈন উদ্দিন মাইনু সাবেক মেয়র,নবীনগর পৌরসভা।
বিশেষ অতিথি ছিলেন মোঃ সুলতান
নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। মোঃ এমদাদুল বারী আহবায়ক, নবীনগর উপজেলা যুব দল।
সিরাজুল ইসলাম সাবেক সহ-সভাপতি, নবীনগর উপজেলা ছাত্র দল, হাজী মোহাম্মদ ফরিদ উদ্দিন (কানু) বিশিষ্ট ব্যবসায়ী, দৈনিক বাংলাদেশ সমাচারের সংবাদকর্মী আলমগীর খন্দকার,
দৈনিক যুগান্তরের সংবাদ কর্মী মোঃ সাফিউল আলম।
বক্তারা বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই, টুর্নামেন্টটি স্থানীয় কিশোর ও যুব সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে, খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, আগামিতে বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজন করে খেলাধুলার প্রতি কিশোর ও যুব সমাজের আগ্রহ বাড়াতে হবে।
আমন্ত্রিত অতিথি জাবেদ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী,
গোলাম মোস্তফা বাবু প্রবাসী, জাহিদুল ইসলাম স্বতাধিকারী জাহিল স্পোটর্স, তন্ময় বিশিষ্ট ব্যবসায়ী ও রুবেল প্রমূখ।
ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দল ২টি অনিক স্মৃতি সংসদ (মাঝিকাড়া) বানাম থানার কান্দী ও হাজির হাটি ক্রিকেট একাদশ।
ফাইনাল খেলায় থানার কান্দী হাজির হাটি ক্রিকেট একাদশ ৮ উইকেটের ব্যবধানে অনিক স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় শরিফুল ইসলাম (শরীফ)। নির্ধারিত ১২ ওভারের খেলায় অনিক স্মৃতি সংসদ (মাঝিকাড়া) ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ১০২ রান সংগ্রহ করে।
জবাবে থানার কান্দী হাজির হাটি ক্রিকেট একাদশ ৮ওভার ২বল খেলে ১০৩ রান করে জয় লাভ করেন।
খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন বশির আহমেদ (সবুজ), রবিউল আউয়াল (মুস্তফা)
এবং ধারাভাষ্য করেন মো.সানি।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন শাহ-আলম, সোহাগ, ইমরান, জামির হোসেন, এমরান, আক্তার, রাজিব, রবিন, শাহানুর, বাপ্পি।
প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর ২০২২ এ টুর্নামেন্টের খেলা উদ্ভোধন হয়। এতে বিভিন্ন এলাকার ১৬ টি দল অংশ নেয়। এ খেলা উপভোগ করতে দূর দুরান্ত থেকে খেলা প্রেমীরা ছুটে আসেন। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল মাঠে।