
দেলোয়ার হোসেন
মানবতা বিরোধী অপরাধ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামীকে রাজধানী থেকে গ্রেফতার করেন র্যাবের একটি আভিজানিক দল ৷ গ্রেফতারকৃতরা হলে ওয়াহেদ মন্ডল ,জাছিজার রহমান, ১৯৭১ সালে গাইবান্ধা সদর এলাকায় যুদ্ধ চলাকালীন উক্ত আসামিরা গাইবান্ধা এলাকার হিন্দু পরিবারদের উপহার বিভিন্ন রকমের অত্যাচার লুণ্ঠন ও জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে ৷
আজ শুক্রবার( ১৭ ই ফেব্রুয়ারি )বেলা বারোটায় রাজধানী কাওয়ারান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত ত্রক সংবাদ সম্মেলনে র্যাব ত্রর অধিনায়ক কর্নেল আরিফ মহিউদ্দিন, গ্রেফতারকৃত আসামিদের বিষয় সাংবাদিকদের উপস্থিতিতে বিস্তারিত তুলে ধরেন৷
উল্লেখ্য ১৯৭১ সালে পহেলা জুন মাসে আসামি আব্দুল ওয়াহেদ ,তার বাবা আব্দুল জব্বার মন্ডল, ভাই জাছিজার রহমান মন্ডল ,মমতাজ ও মঞ্জু মিয়া সহ রাজাকারদের সমন্বয় সঙ্গবদ্ধ একটি দল গাইবান্ধা সদর বিষ্ণুপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা চালায়, আব্দুল জব্বার মন্ডল পূর্ব শত্রুতার যে ধরে দুই ছেলে ও রাজাকার বাহিনী সদস্যদের নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িতে লুটপাট চালায়৷ ইতিমধ্যে অন্য দুইজন আসাম মৃতবরণ করেন৷