
লামায় বন্য হাতিদ্বারা ফসল ও স্থাপনা ক্ষতিগ্রস্থ ৪০ পরিবার পেলেন সরকারি সহায়তা।৩০ জানুয়ারি/২৩ সরকারের বন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় লামা বন বিভাগের আয়োজনে ক্ষতিগ্রস্থদের নিকট মোট ৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।উপজেলার হাতি প্রভন ইউনিয়ন ফাঁসিয়াখালীস্থ রাঙ্গাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে চেক বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
লামা বন বিভাগের এসিএফ খন্দকার মো: গিয়াস উদ্দীন এর সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, লামা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিদ্যুত বিভাগের প্রতিনিধি।
অনুষ্ঠানে হাতিদ্বারা ক্ষতিগ্রস্থ ৪০ জনকে চেক প্রদান করা হয়।
এ সময় সচেতনতামূলক আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সরকার বিপর্যস্ত যে কোনো মানুষের পাশে দ্রত সাড়া দেন।
সাম্প্রতিক দশকে এই অঞ্চলে হাতি-মানুষের দ্বন্ধ সংঘাতের কারণ ব্যাখ্যা করে বলা হয়, বন্যপ্রাণির নিরাপদ আশ্রয়ে মানুষ প্রতিনিয়ত হানা দিচ্ছে।
ফলে অনেক পশু-পাখি এখন বিলুপ্ত। বিশাল দেহের শক্তিশালী প্রাণি হাতিও মানুষদ্বারা নিষ্ঠুরভাবে প্রাণ হারাচ্ছে।
জীব বৈচিত্র, হাতিসহ বন বনের যত্ন নেয়ার ব্যপারে স্থানীয়দেরকে সচেতন হওয়ার তাগিদ দেয়া হয়।
লামা সদর রেঞ্জ অফিসার মো: আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্যদেন বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ চৌধুরী, নারী নেত্রী জাহানারা আরজু, প্রেসক্লাব সেক্রেটারী মো:কামরুজ্জামান, ইআরটি সভাপতি, ইউপি সদস্য আবু উমর প্রমূখ।