
মোঃ রিপন হাওলাদার /দেলোয়ার হোসেন ঃ ঢাকা কাস্টম হাউসের রাজস্ব ফাঁকি দিয়ে সিএন্ডএফ ব্যবসায়ী শাহজাহান অঢেল অর্থ সম্পদের মালিক বনে গেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় গত এক দশকের কিছু আগে সিএন্ডএফ ব্যবসায় জড়িত হয় এই ব্যক্তি।ব্যবসায় অন্তর্ভুক্ত হয়েই শুরু করেন রাজস্ব ফাঁকির নানা বিধ কৌশল। প্রাথমিক ভাবে ছোট ছোট শুল্ক ফাঁকিতে সফল হয়ে এক সময়ে বড় চালানের শুল্ক ফাঁকির কার্যকলাপে নির্ভয়ে জড়িয়ে পড়ে বলে একটি সিএন্ডএফ সূত্রে জানায় যায়। এভাবে বেশুমার রাজস্ব ফাঁকি দিয়ে রাজধানীসহ নিজের জন্ম স্থান জামাল পুরে গড়ে তুলেছে অঢেল অর্থ সম্পদ আর নামে বেনামে ব্যাংক ব্যালেন্সের পাহাড়। এই সিএন্ডএফ ব্যবসায়ীর অনেক আগ থেকে ব্যবসা করা কয়েকজন সিএন্ডএফ এজেন্টের স্বত্বাধিকারীর সাথে আলাপকালে তারা জানান এই ব্যবসায় হয়তো কিছু টাকার মালিক হওয়া সম্ভব। কিন্তু তাতে কোন ভাবে জীবন ধারণ করা সম্ভব হয় তবে সৎ ভাবে অঢেল অর্থ সম্পদের মালিক হওয়া কোন ভাবেই সম্ভব নয়। একজন সিএন্ডএফ এজেন্ট তার লাইসেন্সের শর্ত বজায় রেখে সঠিক ভাবে পণ্য খালাস করে এভাবে অর্থ বিত্তের মালিক হতে পারে এটা আমাদের কাছে অবিশ্বাস্য লাগছে ।বিশস্ত এক সূত্র বলছে এক সময়ে কাস্টম কার্গো হাউজের পণ্য লোড আনলোডের লেবারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাগজপত্র আনা নেওয়ার কাজ করে জীবিকা নির্বাহ করতো শাহজাহান। একপর্যায়ে কাজের কলকৌশল বুঝে সিএন্ডএফ লাইসেন্সের মাধ্যমে ব্যবসায় আবির্ভূত হয়ে শুল্ক ফাঁকির অনিয়ন্ত্রিত পারদর্শী হয়ে বৈদ্যুতিক গতিতে রাষ্ট্রের রাজস্ব ফাঁকি দিয়ে তা অত্যন্ত সূক্ষ্ম ভাবে হাতিয়ে নেয়। এভাবেই গত এক যুগে সে বিভিন্ন ভাড়া করা লাইসেন্স সহ তার পরিবারের নিকট আত্মীয় স্বজনের নামে অসংখ্য লাইসেন্স করে সেগুলোর মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে রাষ্ট্রকে বঞ্চিত করে একসময়ের দিন মজুর আজ কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে অবিশ্বাস্য ভাবে যে সম্পদ গড়েছেন তার মধ্যে সংগ্রহ করা সামান্য কিছু তথ্য উল্লেখ করা হচ্ছে। রাজধানীর আশকোনা দক্ষিণ খান এলাকায় সোনালী স্কাই ভিউ -১ , দক্ষিণ খান ইসলাম বাগ এলাকায় প্রায় দশ কাঠা জমির উপর সিনথিয়া এন্ড সিলভিয়া নামে ৯ তলা বহুতল ভবন, আশিয়ান সিটিতে ডুপ্লেক্সা একটি বাংলো বাড়ি , আশকোনা এলাকায় প্রায় ২০ কাঠা জমির উপরে স্থাপনা নির্মাণাধীন সিনথিয়া টাওয়ার, খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় রাজউকের ২.৫ কাঠার প্লট, উত্তরা মডেল টাউন ৪ নং সেক্টর রাজউকের ৭ কাঠার প্লট, উত্তরা মডেল টাউন এলাকার ১ নং সেক্টরে রাজউকের ৫ কাঠার প্লট, জামাল পুরের সরিষা বাড়ি পৌরসভা এলাকায় প্রায় ১৫ কাঠা জমির উপর সিনথিয়া কটেজ নামে ৬ তলা নান্দনিক ভবন, সরিষা বাড়ি আরাম নগর এলাকার প্রধান সড়কে ১২ প্রায় ১২ কাঠা জমির উপরে নির্মিত ৬ তলা ভবন, জামালপুর সরিষাবাড়ীর চর জামিরা এলাকায় ১৫ বিঘা জমির উপরে গরু ও মৎস্য খামারসহ তার নিজ গ্রামের বিভিন্ন এলাকায় প্রায় ২০০ বিঘা কৃষি জমি ক্রয় করা হয়েছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়। এছাড়াও রয়েছে আভিজাত্য বিলাস জীবন যাপনের জন্য নামিদামি ব্যান্ডের কিছু বিলাসবহুল গাড়ি তার মধ্যে ঢাকা মেট্রো -১৭-৩৯৩২ ল্যান্ড ক্রুজার প্যারাডু, বিএমডব্লিউ এক্স-৫ ঢাকা মেট্রো -১৮-৯৯০০, এছাড়াও দেশের বাহিরে ডুবাই, সিঙ্গাপুর, হংকং একাধিক আরো কিছু লাক্সারী এ্যাপার্টমেন্ট রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এবিষয়ে বক্তব্য নিতে সিএন্ডএফ ব্যবসায়ী শাহজাহান এর সাথে তার ব্যবহৃত মুঠো ফোন নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন আপনি আমাকে ফোন দিয়েছেন কোন সাহসে , আপনার তথ্য ধুয়ে আপনি পানি খান। তবে শাহজাহান এর শ্যালক দিশারী ট্রেডিং এজেন্সীর স্বত্যধিকারী আল- আমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিএন্ডএফ ব্যবসা করলে মামলা থাকবেই ,আর যে মামলা রয়েছে তার জরিমানা আমরা পরিষদ করে দিবো। তবে জরিমানার অর্থ পরিশোধের নাকি কোন সময় নির্ধারণ করা থাকেনা বলে তিনি জানান।