
২৮ বছরপর বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন।
আমিনা ইসলামঃ বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহন চলে। নেতৃত্ব নির্ধারণে প্রায় ২৮ বছর পর এ ভোট হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১২টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন মোট ৩১ জন কর্মকর্তা। মোট ভোটার ২ হাজার ৯১০ জন।
ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটির মেয়াদ হবে তিন বছর।
ভোট উপলক্ষে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়,এবং সচিবালয়ের বাইরে পরিবহন পুলে সকাল থেকে বিরাজ করছে উৎসবের আমেজ। চার নম্বর ভবনের পেছনের ক্যন্টিন ও সমবায় সমিতির অফিসে এবং পরিবহন পুলের নিচতলায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
প্রার্থীদের কার্ড বুকে ঝুলিয়ে ঘোরাফেরা করছেন সমর্থকরা। ভোটার তালিকা দেখে সিরিয়াল নম্বর খুঁজে দেওয়া হচ্ছে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান মজুমদার। সদস্য হিসেবে রয়েছেন-জাকারিয়া হাসান ও মো. আব্দুর রহমান খান।
নির্বাচন উপলক্ষে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় দেখা গেছে।
রাজনৈতিক প্রভাব, মামলা মোকদ্দমার কারণে দীর্ঘদিন সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন হয়নি। ১৯৯৬ সালের পর কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে কাজ করা এ সংগঠনের কোন নির্বাচন হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচন কমিশনার জাকারিয়া হাসান বলেন, ‘যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে ভোট নেওয়া হয়েছে। এর মধ্যে সচিবালয়ের আটটি ও বাইরে দুটি কেন্দ্র রয়েছে