মুজিববর্ষে আন্তর্জাতিক সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ ফুটবল শিবির। শেষ ম্যাচে ড্র করলেও, সার্বিক ফলাফলে খুশি সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।
অন্যদিকে, এরকম সিরিজ আরো আয়োজন করা গেলে দেশের ফুটবলের জন্য ভালো হবে বলে মনে করেন ম্যানেজার আমের খান। এদিকে সন্তুষ্ট নেপালীরাও। করোনা এবং ইনজুরি জর্জরিত দলের পারফরম্যান্সে খুশি কোচ বাল গোপাল মহারজন।
দশ মাস পর মাঠে গড়িয়েছে ফুটবল। ফিটনেস আর করোনা নিয়ে শঙ্কা ছিলো দুই শিবিরেই। তবে, সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে মাঠের ফুটবলে মন জুড়িয়েছে দর্শক-সমর্থকদের।
ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ। তবে, প্রথম ম্যাচের জয়ে সিরিজ পকেটে গেছে জামাল ভুইঁইয়াদেরই। আনন্দের তাই কমতি নেই লাল সবুজ শিবিরে।
ম্যাচে খেলার কৌশল নিয়ে সমালোচনা আছে অনেক। কিন্তু, প্রধান কোচের জায়গায় দায়িত্ব সামলানো ওয়াটকিস ভাবছেন না সেগুলো নিয়ে। দিন শেষে ফলাফলটাই মুখ্য এ ইংলিশের কাছে। সিরিজ জয়ের এ আত্মবিশ্বাস পুঁজি করতে চান কাতার মিশনে।
বাংলাদেশের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলেন, 'ম্যাচটা, আমরা জিততে পারিনি। কিছুটা আক্ষেপ অবশ্যই আছে। তবে, আমি ছেলেদের ধন্যবাদ দিতে চাই, তারা কৌশল মতোই খেলেছে। ফিটনেস এখন আগের চেয়ে অনেক ভালো। কাতারের আগে পুরো ঠিক হয়ে যাবে।
নেপালের বিপক্ষে এ সিরিজ প্রাণ ফিরিয়েছে বাংলাদেশের ফুটবলে। দর্শক জোয়ার মুগ্ধ করেছে সকলকে। এ ধরণের সিরিজ তাই আরো বেশি করে চান প্রথমবারের মতো দলের ম্যানেজারের দায়িত্ব নেয়া আমের খান।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital