পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমী আয়োজিত 'চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) এর ফাইনাল ম্যাচ ১৮ নভেম্বর বুধবার চাটমোহর সরকারি অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন চাটমোহর ক্রিকেট একাডেমী'র উপদেষ্টা ও পৌর প্যানেল মেয়র মো: নাজিমুদ্দিন মিয়া।
এ সময় সাবেক পৌর মেয়র ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব প্রফেসর আব্দুল মান্নান, চাটমোহর ব্যবসায়ী সমিতি'র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চ্যানেল ২৪ এর পাবনা প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, চাটমোহর ক্রিকেট একাডেমী'র সাধারণ সম্পাদক ফজলুল হক কালু সহ একাডেমী'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে 'চাটমোহর ফাইটার্স' এবং 'চাটমোহর ওয়ারিয়র্স' প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রীড়া নৈপূর্ণ্যতা দেখায়। সকালে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন 'চাটমোহর ফাইটার্স' টিমের অধিনায়ক জনি। প্রথম ইনিংসে ব্যাটিং করতে গিয়ে 'চাটমোহর ওয়ারিয়র্স' অল উইকেটে ৮৬ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে 'চাটমোহর ফাইটার্স' নির্ধারীত ২০তম ওভারে ৯০ রান তুলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সজীব শাহরিন সহ ক্রীড়ামোদি শিশু-কিশোর শিক্ষার্থীরা ফাইনাল খেলাটি উপভোগ করেন।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন 'চাটমোহর ফাইটার্স' টিমের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন চাটমোহর ক্রিকেট একাডেমী'র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম।
এ সময় চাটমোহর ব্যবসায়ী সমিতি'র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, একাডেমী'র উপদেষ্টা ডা: মতিউর রহমান মতিন, স্থানীয় মানবাধিকার নেত্রী খন্দকার হোসনে আরা হাসি, ভেনাস ইলেক্ট্রনিক্সের সত্ত্বাধিকারী মো: শিমূল পারভেজ সহ একাডেমী'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে সম্মানিত হয়েছেন চ্যাম্পিয়ন টিমের খেলোয়ার ইয়াছিন এবং ম্যান অফ দ্য সিরিজ হিসেবে সম্মানিত হয়েছেন রানারআপ টিমের খেলোয়ার সজিব (২)। এছাড়াও সকল খেলোয়ার, আম্প্যায়ার, ধারা ভাষ্যকার সহ সংশ্লিষ্টদের মেডেল পরিয়ে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
চাটমোহর ক্রিকেট একাডেমী আয়োজিত চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) এ মোট ৩টি দল অংশ নেয়। লীগ ভিত্তিক টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ৪ নভেম্বর বুধবার। ফাইনাল খেলায় আম্প্যায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মো: মারুফ হোসেন ও মো: রবিউল ইসলাম। স্কোর বোর্ডে দায়িত্ব পালন করেন মো: কালাম ও মো: মাসুম। ধারা ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মো: খোকন আলী ও সম্রাট সরকার।
সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন একাডেমী'র সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস রাজু।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital