মো.আরিফ,হাটহাজারীঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর পূর্ব নির্ধারিত তিনটি কর্মসূচিতে সরকারী বাঁধার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৯ নভেম্বর)হাটহাজারী ডাক বাংলো চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস নদভীর সভাপতিত্বে ও মাওলানা কামরুল ইসলামের সসঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হেফাজতের যুগ্ন সম্পাদক মাওলানা নাছির উদ্দিন মুনির,কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী,মাওলানা আলী আকবর,মাওলানা এমরান সিকদার,মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া,মাওলানা নিজাম সাইয়্যিদ,মাওলানা আসাদ প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সীরাত সম্মেলনে বাঁধা দান করে সরকার ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশে ইসলাম প্রচার কার্যক্রম ও ধর্ম পালন বাধাগ্রস্ত হবে।যা একজন সচেতন মুসলমান কখনোই তা মেনে নিতে পারেনা।আমরা সরকারের প্রতি দাবী জানাই আমাদেরকে স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতে দিন।নতুবা এর পরিণতি শুভ হবে না।শান্তিপ্রিয় তৌহিদী জনতা জেগে উঠলে যে অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হবে,তা থামাবার শক্তি আপনাদের নেই।
বক্তারা আরও বলেন,সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু নাস্তিক্যবাদীর এজেন্ট সরকারকে ভূল বুঝিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।আমরা সরকারকে বলতে চাই,আল্লামা বাবুনগরী সহ আলেমদের কর্মসূচীতে বাধা দিয়ে নিজেকে ইসলাম বিরোধী শক্তির ভূমিকায় পরিচিত করবেন না। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল হাটহাজারীর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাটহাজারী মাদ্রাসার সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য, আজ ঢাকায় রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স, মাদারীপুর ওলামা সম্মেলন ও কুমিল্লার দয়াপুর মাদরাসার সম্মেলন সহ মোট তিনটি অনুষ্ঠান প্রশাসনের বাধায় পন্ড হয়ে যায়।যাতে আল্লামা বাবুনগরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital