হে প্রিয়সি আর কতই বা যন্ত্রণা দিবে
তোমার আশায় আর কতই বা নির্ঘুম
অহেতুক রাত্রি যাপন করব পারবে কি বলতে ?
নাকি শুধু প্রতিটি নির্ঘুম রাতের যন্ত্রণা নিয়ে
ধুকে ধুকে শুধুই রাত্রিযাপন করে যাব সারাটি জীবন ?
হে প্রিয়সি কখনো পাবো কি তার জবাব ?
নাকি শুধুই নির্ঘুম রাত্রি যাপনের কষ্ট নিয়ে
চলে যাবো দূর থেকে বহুদূরে ,
হে প্রিয়সি প্রতিটি রাত্র হাজার বছর এর চেয়েও,
বেশি বেদনাদায়ক তা কি তুমি বুঝনা ?
হে প্রিয়সি তোমাকে ছাড়া কতগুলো রাত
নির্ঘুম ভাবে পার হয়ে গেছে তা কি তুমি
একটিবারের জন্যও জানতে চাইবে না ?
হে প্রিয়সি প্রতিটি নির্ঘুম রাত মানেই
অহেতুক যন্ত্রণার আঁধার কালো রং বিহীন
একফালি চাঁদের আলো
হে প্রিয়সি আর কতই বা নির্ঘুম রাত্রি যাপন
করতে হবে পাবো কি তার জবাব ?
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital