গাজীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও তার সহধর্মিনী খাদিজা রাসেলের রোগমুক্তি কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বাদ মাগরিব টঙ্গীর নতুন বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে টঙ্গী থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
এসময় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: জাহাঙ্গীর আলম ।
মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ও করোনায় আক্রান্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার সহধর্মিণী খাদিজা রাসেল সহ সকল মন্ত্রী-এমপি ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।
টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজব আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণ, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, , মহানগর কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিন হেলাল, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার , টঙ্গী থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ লিটন উদ্দিন সরকার গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোসাম্মৎ নাজমা হোসেন ও টঙ্গী থানা মহিলা আওয়ামীলীগের সংগ্রামী আহ্বায়ক আয়েশা আক্তার আশা ওয়ার্ড লীগের সভাপতি দ্বীন মোঃ নিরব সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
এর আগে জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষার পর গত রোববার (১৫ নভেম্বর) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। পরবর্তীতে নমুনা সংগ্রহ করে প্রতিমন্ত্রীর স্ত্রী খাদিজা রাসেল ও গানম্যান জালালের শরীরেও ভাইরাসটি শনাক্ত হয়।
ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ রাকিব হোসেন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital