ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে নামাজরত অবস্থায় হাফেজ মাওলানা সুলায়মান (৫৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার শহরের কুমারশীল মোড়ের ঐতিহ্যবাহী মদিনা মসজিদে ফজরের নামাজ পড়ার সময় তার মৃত্যু হয়।মাওলানা সুলায়মানের বাড়ি জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামে। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, সোমবার ফজরের নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান ইমাম সুলায়মান। পরে অন্যের ইমামতিতে মুসুল্লিদের সঙ্গে জামায়াতে ফজর নামাজ আদায় করা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।বাদ জোহর শহরের ট্যাংকপাড় এলাকায় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital