সুরেস্বর বাজারে ১৬টি দোকান ঘর ও ৪টি বাড়ি আগুনে পুড়ে গেছে।
সোমবার (২৩ শে নভেম্বর) সকাল ১১টার দিকে শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়ন সুরেস্বর বাজারে এ ঘটনা ঘটে এবং মুহুর্তে ই তা ছড়িয়ে পরে।
আগুনের তিব্রতা বাড়তে থাকলে স্থানীয় জনতা ও নদীর পারে থাকা জাহাঙ্গীর বেপারীর পানির পাম্প ও বেরিবাধের লোকজনের প্রচেষ্টার প্রায় ১ ঘটার চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
পুড়ে যাওয়া দোকান গুলো হলো কাসেম বাবুর্চির তেল, গেস,পেট্রোল ও মুদি দোকান,
আমান উল্লা দেওয়ান দুটি দোকান মোবাইল ও যন্ত্রাংশ এবং দুটি হোটেল ও বাড়ির দুটি থাকার ঘড়,
রসিদ হাওলাদারের বাড়ি দুটি দোকান ও দুটি ঘড়, মোকসেদ পালের হার্ডওয়ারী ও মুদি দোকান, দোলোয়ার মোল্লার ওয়ার্কসব, নজরুল ইসলাম এর সেনেটরী, বোরহান বাবুর্চির বায়ের দোকান জাকির বয়াতির কাপরের দোকান, জহির বেপারীর মেসিনারিজ দোকান, মুজাফফর দেওয়ানের মুরগির দোকান, আবুকালাম মাঝির চটপটির দোকান, ও সাইফুল ছৈয়াল অটো গাড়ি সহ প্রায় ২০টি দোকানের আংশিক খতি হয়েছে।
প্রত্যক্ষদর্ষী ও স্থানীয়দের ধারনা মতে কাসেম বাবুর্চির তেল ও গেসের দোকানের সামনে থেকে আগুনের সুত্রপাত হয়।
রুবেল মুন্সি পায়ে গরম তেলে পা পুরেছে। তাকে উন্নত চিকিৎসা র জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ইতি মধ্যে পুরে যাওয়া বাজার পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামীলী এর সিনিয়র সহ সভাপতি এ কে এম ফজলুল হক মাল, উপজেলা ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোর্শেদুল ইসলাম ও ঘড়িসার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital