নিজস্ব প্রতিবেদক জাতীয় দৈনিক সরেজমিন বার্তা স্টাফ রিপোর্টার মোঃ আলাউদ্দিনঃ জেলা লালমনিরহাট উপজেলা লালমনিরহাট পোস্ট হারাটি ।
মোহাম্মদ ফিরোজ পিতা জহিরুল হক এই ফিরোজের প্রতারণার শিকার লালমনিরহাট সহ কুড়িগ্রাম এবং জামালপুর বিভিন্ন হাইস্কুলে চাকরি দেওয়ার কথা বলে এই ফিরোজ আল মামুন হাতিয়ে নিয়েছেন দুই কোটি টাকার চেয়েও বেশি।
তার প্রতারণার শিকার হলেন যারা ১/আবু হেলাল কুড়িগ্রাম ২৭, ২/ মিজানুর রহমান জামালপুর ২৫, ৩/ নুরনাহার জামালপুর ২৬, এদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা ।
ফিরোজ আল মামুন এর নামে প্রতারণার দায়ে সি আর মামলা দায়ের করা হয়েছে মামলা নাম্বার ১০১ , এই মামলায় ওয়ারেন্ট হয়েছেন ২২/৮/১৯ , ফিরোজ আল মামুন তিনি এখনও মামলায় গ্রেফতার হয়নি প্রশাসনের নাকে ডগা দিয়ে আড়ালে ঘুরে বেড়ায় এই প্রতারক।
এবং এই প্রতারক এর নামে নুরনাহার বাদী হয়ে জামালপুর আদালতে আরো একটি মামলা দায়ের করেন ,সি আর নং ১৬৭(১)২০ এই মামলায়ও তার নামে ওয়ারেন্ট হয়েছে ২১/১০/২০, এই প্রতারক দুটি মামলার ওয়ারেন্ট হয়েও
কিভাবে দিনের পর দিন ঘুরে বেড়ায়, এই প্রশ্ন সাধারণ জনগণের। এক ভুক্তভোগী আমাদেরকে জানায়, তিনি তার বাবার জমা জমির বিক্রি করে চাকরির জন্য এই প্রতারককে টাকা দিয়েছেন বলে আমাদেরকে জানান।
তিনি আরো জানান যখন তিনি জানতে পারেন যে ফিরোজ আল মামুন একজন প্রতারক এবং বেইমান। এই কথা জেনে এই ভুক্তভোগী এই প্রতারকের এর নামে আদালতে মামলা দায়ের করেন,
মামলা করেও এই প্রতারককে আইনের আওতায় আনতে পারেন নাই বলে আমাদেরকে জানায়। ফিরোজ আল মামুনের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদেরকে জানায় এই ফিরোজ অনেকের সাথেই চাকরির কথা বলে প্রতারণা করেছেন,
তিনি একজন নারী লোভী এবং তার বিরুদ্ধে সমাজের অনেক অপকর্ম আছে তিনি রাজনীতির ছত্রছায়ায় এই কাজগুলো করে যাচ্ছেন দিনের পর দিন
এবং সাধারণ জনগণের সাথে করে যাচ্ছেন প্রতারণা। এই প্রতারক এর হাত থেকে রেহাই পায়নি মা ও বোনেরা। তিনি একজন প্রতারক তাই এই ফিরোজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাধারণ জনগণ।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital