করোনাভাইরাসের লম্বা বিরতির পর একটি করে জয় ও ড্রয়ে মাঠে ফেরাটা বেশ সুখকরই হয়েছে বাংলাদেশের। ফিফা র্যাঙ্কিংয়েও পড়েছে তার প্রভাব; তিন ধাপ এগিয়েছে জেমি ডের দল।
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই চূড়ায় আছে বেলজিয়াম। এ মাসের মাঝামাঝি নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরে বাংলাদেশ জাতীয় দল। প্রথম ম্যাচে ২-০ গোলে জয়ের পর দ্বিতীয়টিতে গোলশূন্য ড্র করে স্বাগতিকরা। এর ফলে ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে আছে বাংলাদেশ।
প্রথম ছয় স্থানেই নেই কোনো পরিবর্তন; যথাক্রমে আছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন। এক ধাপ এগিয়ে সাতে উঠেছে আর্জেন্টিনা। এক ধাপ নেমে আট নম্বরে উরুগুয়ে। দুই ধাপ করে এগিয়ে যথাক্রমে পরের দুটি স্থানে উঠেছে মেক্সিকো ও ইতালি।
শীর্ষ ১০ থেকে বেরিয়ে গেছে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। এক ধাপ পিছিয়ে ক্রোয়াটরা এখন ১১ নম্বরে আর পাঁচ ধাপ পিছিয়ে কলম্বিয়া ১৫ নম্বরে নেমে গেছে।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital