খেলাধুলার মাধ্যমে সু-স্বাস্থ্য গঠন, শরীর ও মন দুটোকেই ভাল রাখে--খাঁন রুবেল।
সোহাগ মাহবুব: খেলাধুলার মাধ্যমে সু-স্বাস্থ্য গঠন, শরীর ও মন দুটোকেই ভাল রাখে। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়। আজকের এই খেলোয়াড়দের মধ্যে থেকে অনেকেই জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। যুব সমাজকে মাদকের ভয়ালগ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। গতকাল শুক্রবার বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া যুব সংঘের আয়োজনে গোকুল ইউপির ৮নং ওয়ার্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০ইং এর সেমি ফাইনাল খেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন,বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। গোকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক ফেরদৌস আলম পিলুর সভাপতিত্বে ও গোকুল ৮নং ইউপি সদস্য রফিকুল ইসলাম সাজুর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা মহিলাদলের সভানেত্রী নাজমা আক্তার, গোকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আইয়ুব খাঁন, বিএনপিনেতা আসাদুল হক টুকু, মোফাজ্জল হোসেন জাদু, হাজেরা বেগম, এবিএম মিলন, আতাউর রহমান আতা, জালাল খন্দকার,শফিকুল ইসলাম প্রমুখ। খেলায় অংশগ্রহন করেন নিউ বার্সেলোনা ক্লাব বগুড়া বনাম নাসির বার্ড ঘর ফুলবাড়ি। পরিচালনা করেন আমিনুর ইসলাম মিঠু, সহকারী রেফারী ছালাম ও তানভীর, ধারাভাষ্যকার বুলবুল।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital