কবিতা
কতদিন ছুঁয়ে দেখিনি তোমায়
কতদিন ভালোবাসি কথাটা বলা হয়নি তোমায়।
কেন এত অভিমান জমেছে তোমার
সারি সারি শব্দ, সারি সারি বর্ণগুলির বুকে কেন এত পাথর জমিয়েছো নীলিমা?
পাথরগুলিও হাহাকার করে তোমার কাছে আশ্রয় চায়,প্রেম চায়, উড়তে চায় তোমার বুকে
কেন এত দূরত্ব তোমার কবিতার সাথে
মনে কী নেই সেই দিনগুলি----
হাঁ মনে পড়ে
সহস্র সন্তান প্রসবের ব্যথায় যখন কাতর আমি তখন তোমার সাথে সাক্ষাৎ আমার।
তুমি কতগুলি শব্দ নয় বর্ণ নয়
জীবন হয়ে জড়িয়ে নিলে আমায়
ভালোবেসে বুকের ভিতরে একটা জগত দেখালে
আকাশ দিলে, হিমালয়ের পর্বতে
একটা নীড় বানালে।
সমুদ্র, নদী, ফুল পাখি দিলে,
বুকের জমানো কান্নাগুলিতে ভাষা দিলে
পাখনা মেলে আকাশে উড়বার সাহস দিলে
কী করে ভুলি তোমায়?
কাতর আঁখিতে কামনা জাগালে
শিশুর মত চকিতে উঠিয়া
ভরা নদীর জলে তারাদের মিলন দেখালে
কী করি ভুলি তোমায়?
বন্দীনির ব্যথায় যখন পলাতক মন
আমার প্রাণের পূজায় দেউলিয়া
তখন তুমি এসে বললে
নীলিমা সুবাস ছড়াও,
ধুপের মত গন্ধ বিলাও
গাও মানবের জয়
সবার বেদনার অশ্রুতে লিখো আমায়
আমি তোমার শাসন আসন করিব ক্ষয়
কী করে ভুলি তোমায়?
মিথ্যা বিধানের ধ্বংসের উল্লাসে
জাগিয়া ওঠো, এক অনাগত স্বপ্নের সন্ধানে।
জোছনাময়ী হয়ে আঁধারেকে জাগিয়ে তোল
পুড়িয়ে দাও তোমার বিরহ পুস্প
এই বিশ্ব চরাচরে গোধুলির অবসানে।
দিগন্তের নির্জন কোনে
মায়াবী সুরে গান গাও
সুর তুলে বাঁশিতে
তোমার সুরেই গাইবে আকাশ সমুদ্র নদী ফুল পাখিরা মাতাল হবে, পাহারের ঝর্ণা উথলিয়া উঠিবে তোমার বুকে
তোমাতেই এ বিশ্ব জাগিবে আবার
তুমি নীল নীলিমা।
জমকালো আনন্দ প্রেম সাহস স্বপ্ন
বুকে নিয়ে অন্ধকার কে জয় করে
জেগে ওঠো,
মহাকালের সাথি তোমার আসবে এই পথে
অনাদিকালের লাবন্যসাগর থেকে
পৃথিবীর ভয়াবহ কোলাহল ভেঙে --বলবে
অন্তহীণ আকাশে চলো
হাত ধরো, তুমি যে আমার
মর্মরিত বাতাসের শব্দে শব্দে লিখে দিবো আমাদের ভালোবাসা
চাঁদের গায়ে লিখে দিবো আমাদের ভালোবাসা।
মরুভূমির সূর্যের কিরণে লিখে
দিবো আমাদের ভালোবাসা
সেই আদিকাল থেকে আজ
অবধি তোমার আমার ভালোবাসা।
লিখে দিব পৃথিবীর শব্দে শব্দে
আমাকে কবিতায় সাজাও
হে অভিমানী কবি।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital