মোঃ শাহজালাল জুয়েলঃ
ফোক গান গেয়ে অগণিত মানুষের মন জয়ের পাশাপাশি অনেক পুরস্কার, পদক পেয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী-ফোক সম্রাজ্ঞী- “নিগার সুলতানা পপি “ । এটি আওয়াজ টিভির স্টার এওয়ার্ড-২০২০। তাঁর ভাষায়, অনেক পুরস্কার পেলেও এটাই আমার জীবনে অন্য রকম একটি পুরস্কার। কারণ, পুরস্কারের সঙ্গে জড়িয়ে আছেন আমার কিছু প্রিয় ব্যাক্তির ছোয়া। তিনি আরোও বলেন-প্রিয় মানুষের হাত থেকে এওয়ার্ড পাওয়ার আনন্দটাই ভিন্ন, এতে আমি মহা খুশি।
গত ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পুবাইলে অবস্থিত আপন ভূবন রিসোর্টে আরেক জনপ্রিয় কন্ঠশিল্পি – রিংকু ও আওয়াজ টেলিভিষনের সত্ত্বাধিকারী- “আয়নাল” এর হাত থেকে এই পুরস্কার গ্রহন করেন।
আওয়াজ টিভির স্টার এওয়ার্ড-২০২০ প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে “নিগার সুলতানা পপি “ আরো বলেন - আজকের দিনটি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি শুধু পুরুস্কার নয় এটি আমার জন্য আশীর্বাদ। সব সময়ই যেকোনো পুরস্কার আনন্দের পাশাপাশি অনুপ্রেরণা। শিল্পীদের সম্মান জানানো ও দেশজ শুদ্ধ সংগীতচর্চার প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আমি মনে করি।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital