মোঃ শাহজালাল জুয়েল:
উত্তরায় ৬ নং সেক্টরে অবস্থিত “উত্তরা কমিউনিটি সেন্টারে” আজ সকাল ১১.৩০ ঘটিকার সময় রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক- কর্মচারীলীগের উদ্যোগে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –ঢাকা-১৮ আসনের এমপি- আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান , আমন্ত্রিত বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় সাংসদ জনাব শবনম জাহান ,এম পি (সাংরক্ষিত মহিলা আসন) ও ঢাকা মহানগর শ্রমিক লীগের শ্রম বিষয়ক সম্পাদক জনাব- আলহাজ্ব মোঃ বরকত খান।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন- মাহমুদুল হাসান রোকন-সাধারন সম্পাদক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক- কর্মচারী লীগ।
অনুষ্ঠানের সার্বিক সহোযোগিতায় ছিলেন- মোহাম্মদ শাজাহান-দপ্তর সম্পাদক,ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক- কর্মচারী লীগ ও মোঃ আতিকুর রহমান – প্রচার সম্পাদক-ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক- কর্মচারী লীগ।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সন্মানীত কাউন্সিলর- জনাব আফসার উদ্দিন খান, জনাব- মোঃ ইসিহাক মিয়া, জনাব- জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা- মোঃ নাসির উদ্দিন, জনাব – শফিকুল ইসলাম,জনাব-হাসিনা বারি চৌধুরী, জনাব-ফরিদ আহমেদ, জনাব-মোতালেব মিয়া,জনাব জাহেদুল ইসলাম মোল্লা, জনাব আলী আকবর, জনাব-সেলিনা আক্তার,জনাব-কমলা রানী মুক্তা,জনাব-ইলোরা পারভিন ও কাউন্সিলর- জাকিয়া সুলতানা।
এছাড়া অওয়ামিলীগের বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতা কর্মীদের মধ্যে-সোহেল রেজা-সহ সভাপতি বিমানবন্দর থানা আওয়ামীলীগ, ঢাকা মহানগর উওর , দেলোয়ার হোসেন রুবেল-১নং ওয়ার্ড (উত্তরা পূর্ব থানা যুবলীগ) ঢাকা মহানগর উত্তর সহ অওয়ামিলীগের বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথীর বক্তব্যে-আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন- শ্রমিক- কর্মচারীরা আমার ভাই,আমার সহযোদ্ধা । আমি যেভাবেই হোক আপনাদের ন্যায্য দাবী-দাওয়া গুলো পুরোন করতে চেষ্টা করবো। আপনারা আমার জন্য-আমার দেশ নেত্রী- শেখ হাসিনার জন্য দোয়া করবেন। উনি সুস্থ থাকলেই দেশ এগিয়ে যাবে।আপনারা পাবেন বিভিন্ন সুযোগ সুবিধা।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital