স্টাফ রিপোর্টার, নিজাম উদ্দিন খাঁনঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দত্ত পাড়া ইউনিয়নে নানার বাড়িতে রেখে নিজের আপন ১০ বছরের শিশু মেয়ে জান্নাত কে যৌন নিপিড়ন করার অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ, খবর নিয়ে জানা যায় গত কয়েক বছর থেকে বাবা নিজের আপন মেয়েটিকে যৌন নিপিড়নের চেষ্টা করলে তারা মা রিনা আক্তার তাকে নানার বাড়িতে থাকার জন্য পাঠিয়ে দেন এবং সেখানেই সে থাকে, এরই মাজে গত ১৯ /২/২০২১ ইন তারিখে মেয়েটির বাবা তার নানার বাড়িতে আসে, তখন হঠাৎ করে মেয়েটির নানা ফয়েজ আহমেদ দেখতে পান ঘরের দরজার সামনে শিড়িতে মেয়েটির বাবা হোসেন মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে হাত দিচ্ছে এবং যৌন নিপিড়নের চেষ্টা করতেছেন, এছাড়াও মেয়েটিকে কাছে জানতে চাইলে মেয়েটি বলেন, আমার বাবা, আমাকে পেন্ট খুলে লজ্যাস্থানে হাত দেয় এবং আমার বুকের উপর কাপড় খুলে আমাকে জড়িয়ে ধরে, মুখের সাথে মুখ লাগায় সব সময় এরকম করে। পরে রিনা আক্তার মেয়েটির মা বলেন তাকে বহু বার বোঝাতে চেষ্টা করেছি সে বোঝে না, তাই তার বিচার চাই , পরে মেয়ের মা রিনা আক্তার চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেন ও সঠিক বিচার দাবি করেন। মেয়েটির মা রিনা আক্তার বলেন এই যৌন নিপিড়নের জন্য তাকে আরো অনেক বার আমরা সতর্ক করেছি তবুও সে চেষ্টা করে মেয়েটা ধর্ষণ করার জন্য। এখন পুলিশের মামলা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।
মাননীয় পুলিশ সুপার, জনাব ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে, অফিসার ইনচার্জ জনাব এ কে ফজলুল হক মহোদয়ের দিক-নির্দেশনায়, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব হাসান মোঃ জাহাঙ্গীর স্যারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পিতা কতৃক নিজ মেয়েকে যৌন নিপিড়ন করার অপরাধে ভিকটিমের মাতা বাদী হয়ে অত্র থানায় আসিয়া লিখিত এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ মহোদয় নিয়মিত মামলা রুজু করেন। চন্দ্রগঞ্জ থানার মামলা নং-১৮, তারিখ-২০/০২/২০২১ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০(সংশোধন) এর ১০ ধরা, এর এজাহার নামীয় আসামী মোঃ হোসেন(৩০), পিতা-মৃত শফি উল্যাহ, সাং-হোসেনপুর, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুরকে গ্রেফতার করে অদ্য-২০/০২/২০২১ইং, তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital