নাসিরনগর টু মাধবপুর রাস্তার মধ্যবর্তী স্থানে।
জামিয়া মুর্শিদিয়া দারুল উলুম কদমতলী স্থাপিত,
ব্রাহ্মণবাড়িয়া জেলার,উপজেলা নাসিরনগরে,
পূর্বভাগ ইউনিয়নের মাঝে,একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, গড়ে উঠেছে,জামিয়া মুর্শিদিয়া দারুল উলুম(কদমতলী) এখান থেকে এলমে দ্বীনি শিক্ষা দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ্।বেলুয়া গ্রাম,কিপাতনগর,কোয়রপুর, বড়ধলীয়া ও কদমতলী গ্রাম সহ এই পাঁচটি গ্রামের ঐক্য জনসাধারণের মতামতের উপর ভিত্তি করে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়।বিগত তারিখে ৩১/১০/২০১৮,ইং আমার পরিবারের আমার বাবা হাজী মুর্শেদ মিয়া।২০ শতক জাগা দান করে,এইয় জায়গার উপর নির্মিত হয় জামিয়া।আল্লাহর অশেষ রহমতে আমার মা,৩০ শতক জায়গা অত্র মাদ্রাসায় দান করে,
এরই পাশাপাশি আমার,নানা,নানুর মাগফিরাতের জন্য আমার দুই মামা মিলে ২৫ শতক জায়গার ব্যবস্থা করে দেয় অত্র জামিয়ার বর্তমানে মোট জায়গা।
৭৫ শতক, ইনশাআল্লাহ্।এলাকাবাসী শুনে আরো আনন্দিত হবেন।অত্র মাদ্রাসার মাঠে একটি, ঈদ খানা হবে,ঐ ঈদ খানাতে যেন পাঁচ গ্রামের মানুষ একসাথে, নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ্।
জামিয়া পরিবারের চিন্তাধারা দিনে দিন আরও উন্নতির দিকে অব্যাহত থাকবে,এই মাদ্রাসার প্রতি।
এতে করে এলাকার সার্বিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করছি।
আমাদের পরিবারের জন্য দোয়া চাই।আমার মা বাবাকে যেন আল্লাহ্ নেক হায়াত দান করে।আমিন,
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital