বাউফলে সাংবাদিকদের কলম বিরতি পালন
মোঃ দুলাল হোসাইন,(বাউফল):
সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে ২ মার্চ দেশব্যাপী সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত পটুয়াখালীর বাউফলে
কলম বিরতি করেন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)
বাউফল উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য সম্প্রতি নোয়াখালীর কম্পানিগঞ্জে তরুণ সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পটুয়াখালী জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক দৈনিক 'ভোরের ডাক' এর বাউফল প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ খাঁন হামলার শিকার হন। এছাড়াও প্রতিনিয়ত দেশব্যাপী সংবাদ সংগ্রহকালে প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক হামলা-মামলা, গুম ও খুনের শিকার হচ্ছে। সাংবাদিক নির্যাতন এখন উৎসবে পরিনত হতে যাচ্ছে এহেন পরিস্থিতি বন্ধের দাবিতে "বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম" এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাউফল মফাস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে এই কলম বিরতি কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করেছেন অনেকেই।
অদ্য ০২ রা মার্চ কলম বিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সদস্য জিতেন্দ্র রায়(দৈনিক সমকাল), মোঃ সোহরাব হোসেন (বাংলাদেশ বেতার), দৈনিক 'যুগান্তর' এর বাউফল প্রতিনিধি মোঃ আরেফিন সহিদ, বাউফল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন (দৈনিক মানবকন্ঠ), প্রেসক্লাবের প্রচার ও প্রকশনা সম্পাদক মোঃ মনিরুজ্জামান হিরোন(দৈনিক সকালের সময়),দপ্তর সম্পাদক কহিনুর বেগম(অপরাধ অনুসন্ধান)।
অন্যদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাউফল শাখার সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম (স্টাফ রিপোটার দৈনিক বরিশালের কথা), দৈনিক 'জাগরণ' এর বাউফল প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম,মোঃ ইমাম হোসেন মনা(দৈনিক দক্ষিণের কাগজ), বিমল চন্দ্র শীল(দৈনিক 'ভোরের চেতনা',এম এ হান্নান(স্বদেশ প্রতিদিন). মোঃ জাহিদ সিকদার (দেশ বার্তা) ,দৈনিক 'জনতার ইশতেহার' এর পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ সাইদুর রহমান, 'সরেজমিন বার্তা' এর বাউফল প্রতিনিধি মোঃ দুলাল হোসাইন, আবু রায়হান (দৈনিক বাংলায় প্রতিদিন), মোঃ আশিকুর রহমান (দৈনিক বিজয়ের বানী) প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital