অপরূপ সৌন্দর্যের প্রতীক
কোথায় তার বাড়ি,
নিজেও জানেনা
কোথায় ঠিকানা ।
ভালোবাসার এক রূপ
সবার কাছে নয়তো ,
ভালোবাসার চোখ যার
চেয়ে দেখো কতরুপ ।
স্নেহ ভরা বক্ষ তার দক্ষ হাতে সবারে,
করে জয়,
থাকে কখনো
ঘর ভাঙ্গার ভয় ।
তবু নারী
সব ছাড়ি,
আসে নতুন ঘরে
আপনকে পর করে নতুন কে আপন করে ।
মায়াময়ী ত্রিনয়নী
দুর্গতিনাশিনী ,
নিজেকে সবার তরে
আপন করে যতন করে ।
ভালবাস তারে
তার মত করে ,
সে যতটা ভালোবাসে
তোমারো পরে ।
হে পুরুষ জাতি
রেখ তার প্রতি সম্প্রীতি ,দর্শনা ,সুনয়না
বাগানের সুন্দরফুল,
শোভা ছড়ায় সমাজ গড়ায়
দেশ করে বিউটিফুল ।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital