রফিকুল ইসলাম : কুষ্টিয়ার কুমারখালী এম এন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী তানবীর (১৫) বুধবার রাত ৮ টার দিকে বাড়ির পাশে সাত্তার মোল্লা মোড়ে বন্ধুদের সাথে কথোপকথনের সময় মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান।
ঘটনার বিবরণে জানা গেছে, পৌরসভার অবসরপ্রাপ্ত কার্যসহকারী ওবায়দুল ইসলাম বাচ্চু'র ছেলে তানবীর (১৫) আজ রাত ৮ টার সময় বন্ধুদের সাথে কথোপকথন করছিল।
বাড়ির পাশেই ছাত্তার মোড়ে, ( জেএন স্কুলের পাশে) এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জরুরী বিভাগে নিয়ে আসে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কুমারখালী থানার ওসি মুজিবুর রহমান জানান বিষয়টি খুব দুর্ভাগ্যজনক, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে তানবীরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তানবীরের পরিবারের সদস্যরা খুনের আলামত রয়েছে এবং খুন করা হয়েছে বলে দাবী করেছেন।
সম্পাদক ও প্রকাশক
মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া
01731 80 80 79
01798 62 56 66
ব্যাবস্থাপনা সম্পাদক
আল মামুন
01868974512
প্রধান কার্যালয় : লেভেল# ৮বি, ফরচুন শপিং মল, মৌচাক, মালিবাগ, ঢাকা - ১২১৯ | ই-মেইল: news.sorejomin@gmail.com , thana.sorejomin@gmail.com
©copyright 2013 All Rights Reserved By সরেজমিনবার্তা
Family LAB Hospital